Tuesday, July 24, 2018

শরীরের ফাটা দাগ মুছবে আলুর রস !

আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল আছে যা কোষ পুনর্বিন্যাস করে থাকে। এক টুকরা আলু কেটে রস বের করে নিন এবার আলুর রস শরীরের ফাটা স্থানে লাগান। এমনভাবে লাগাবেন যেন ফাটা দাগ সম্পূর্ণভাবে আলুর রসে ঢেকে যায়।
আলুর রস শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে আলু রস না ব্যবহার করে একটি মাঝারি আকৃতির আলু কেটে ফাটা দাগে ঘষতে পারেন।
শরীরের ফাটা দাগ প্রাকৃতিকভাবে দূর করতে চিনি অনেক বেশি কার্যকরী।
এক টেবিল চামচ কাঁচা চিনি, বাদাম তেল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি ফাটা দাগে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন কয়েক মিনিট।
সপ্তাহে তিন দিন অবশ্যই করুন, পারলে প্রতিদিন করুন। দেখবেন কয়েক মাসের মধ্যে আপনার ফাটা দাগ অনেক হালকা হয়ে গেছে ।
তথ্য সুত্র ইন্টারনেট ।কতৃপক্ষ দায়ী নয়। 

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...