Friday, March 11, 2016

বাস্তবতা posted by তুহিন

যে মানুষটা কখনো ছেড়ে যাবো না বলে কথা
দেয়,
সেই হয়তো সবার আগে ভালো থেকো বলে
বিদায় নিয়ে নেয়...
যে মানুষটা আপনার একটু কষ্টতেই আগে চোখের
জল ফেলতো,
সে হয়তো আপনাকে মৃত্যু শয্যায় দেখেও কোন
ফিলিংস পায়না,, পরিবর্তন হওয়া মানুষের ধর্ম,
সবাই পরিবর্তন চায়....
যে মানুষটা আপনার মেসেজ না পেলে একটুতেই
অনেক ছটফট করতো, সে হয়তো এখন আর মেসেজ
পেয়ে রিপ্লাই দেয় না....
সময় দূরত্ব সৃষ্টি করে, আবেগ গুলোকে জ্বালিয়ে
নিঃশেষ করে দেয়,,,, তারপর ও যদি কারো জন্য
টান অনুভব হয় সেটা ভালোবাসা..
এসব ভালোবাসা মিথ্যে না, যুগ যুগ বেঁচে থাকে
সবার অজান্তে.....
কখনো রাতের অন্ধকারে চোখের জল হয়ে, কখনো
বা একাকিত্ব অনুভব করে।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...