Tuesday, March 22, 2016

আমি হারিয়ে যাবো

আমি কোনদিন হারিয়ে যাবো,
নোনা শিশিরের মতো বাষ্প হয়ে
একদিন বিবর্ণ বাতাসে মিলাবো।
হয়তো কোনদিন মেঘ হয়ে যাবো,
বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষায়
বিষণ্ণ মহাকাল পার করে দেবো।
হয়তো কোন একদিন উড়ে যাবো
দেশান্তরি পাখির মতো দূরদেশে,
শান্ত হ্রদের পাড়ে যেয়ে বসবো।
কোন একদিন সময়ের মতো,
নিঃশব্দে এসে যাওয়ার বেলায়
সবকিছু নিয়ে শূন্যে বিলীন হবো।
সেদিন আমি আমাকে খুঁজে পাবো,
আমার ছায়াকে হয়তো হারিয়ে-
ছায়াকে হয়তো হারিয়ে ফেলবো।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...