ঠিক অপরাহ্নের পর দেখা......
-"চলো আজ তোমায় একটা লাল রঙের টিঁপ কিনে
দিব।
চোখ তুলে কেউ থাকালে খালি চোখে চন্দ্রগ্রহন
দেখা হয়ে যাবে!"
-"আমি তো কারো দারদ্বারী না।তবে কেন এতো
আয়োজন!
তুমি বরং এক কাজ করো এটা অন্য কাউকে দিয়ে
দাও"।
"অন্য কেউ তো ছিল না! আর তুমি তো অন্যদের থেকে
অন্যতম।অন্য কারো দরজায় তো কখনোও নাড়া
দেইনি!যদি ফিরে এসে তোমার দরজা বন্ধ পাই এই
ভয়ে!!"
-"আমি তো কখনও অপেক্ষা করতে বলিনি"
"তুমি তো কখনও একেবারে সরে যেতেও বল নি!!"
-"আমি এখন অনেক ব্যস্ত থাকি!আমি আমার এই নিয়ম-
মাফিক জীবনে একটু নিজের মতো চলতে চাই যাতে
কারো অনুরোধ বা উপদেশ থাকবে না!"
"আমি তো কখনও আমার মতো কিছু করতে বলিনি!আর
তুমি কবেই বা আমার ছিলে যে বলব!!"
-"আমার দেরি হয়ে যাচ্ছে,আমি যাই।ভালো থেকো!"
"আমিও উল্টোপথে হাটা শুরু করলাম গন্তব্যের
খুজে..........সোজা পথের বাহনের যাত্রী হয়ত আমি
হতে পারব না।তাতে কি সব পথ তো সবসময় মসৃণ
থাকে না!
বিক্ষোভ মিছিলের কবলে পড়লে বিপরীত পথেই
আবার ফিরে আসতে হবে!!"
-"চলো আজ তোমায় একটা লাল রঙের টিঁপ কিনে
দিব।
চোখ তুলে কেউ থাকালে খালি চোখে চন্দ্রগ্রহন
দেখা হয়ে যাবে!"
-"আমি তো কারো দারদ্বারী না।তবে কেন এতো
আয়োজন!
তুমি বরং এক কাজ করো এটা অন্য কাউকে দিয়ে
দাও"।
"অন্য কেউ তো ছিল না! আর তুমি তো অন্যদের থেকে
অন্যতম।অন্য কারো দরজায় তো কখনোও নাড়া
দেইনি!যদি ফিরে এসে তোমার দরজা বন্ধ পাই এই
ভয়ে!!"
-"আমি তো কখনও অপেক্ষা করতে বলিনি"
"তুমি তো কখনও একেবারে সরে যেতেও বল নি!!"
-"আমি এখন অনেক ব্যস্ত থাকি!আমি আমার এই নিয়ম-
মাফিক জীবনে একটু নিজের মতো চলতে চাই যাতে
কারো অনুরোধ বা উপদেশ থাকবে না!"
"আমি তো কখনও আমার মতো কিছু করতে বলিনি!আর
তুমি কবেই বা আমার ছিলে যে বলব!!"
-"আমার দেরি হয়ে যাচ্ছে,আমি যাই।ভালো থেকো!"
"আমিও উল্টোপথে হাটা শুরু করলাম গন্তব্যের
খুজে..........সোজা পথের বাহনের যাত্রী হয়ত আমি
হতে পারব না।তাতে কি সব পথ তো সবসময় মসৃণ
থাকে না!
বিক্ষোভ মিছিলের কবলে পড়লে বিপরীত পথেই
আবার ফিরে আসতে হবে!!"
No comments:
Post a Comment