Sunday, May 4, 2025

তুমি দেখা দাও। আমার চোখের তৃষ্ণা মেটাও।

 তোমাকে চেয়েছিলাম বর্ষাকালের বৃষ্টির মত; যে বৃষ্টি একবার আসলে আর যাওয়ার নাম নেয় না। তুমি এলে শীতের মৌসুমের বৃষ্টি হয়ে। এত অল্পতে কি আর আমার চোখের তৃষ্ণা মেটে?


"তোমারে দেখিবার অপেক্ষায় আমার চক্ষু মরুভূমি হইয়া গিয়াছে। ইহা কি তুমি জানো?" তুমি জানো না। তোমাকে এক নজর দেখার আকুলতায় আমার সমস্ত সুখ কারাগারে বন্দী হয়ে আছে।


তুমি দেখা দাও। আমার চোখের তৃষ্ণা মেটাও।




-তোমায় নিয়ম করে প্রতিদিন ভালোবাসি বলা হয়নি, কিন্তু প্রতিদিন খুব যত্ন করে ভালোবেসেছি তোমায়.!



No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...