Monday, February 4, 2019

QR কোড কি? বিস্তারিত

QR code বা কুইক রেসপন্স কোড এক ধরনের মেট্রিক্স/ 2d বারকোড যা প্রথমে ডিজাইন করে জাপানের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি টয়োটার অধীনস্থ ডেনসো এবং তা পরে সারা জাপানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। আর বারকোড হচ্ছে এক ধরনের অপটিক্যাল মেশিন দ্বারা পাঠ যোগ্য লেবেল যাতে ওই পণ্য সম্পর্কিত তথ্য সংযুক্ত থাকে। তখন কুইক রেসপন্স কোড এ সঙ্কেতাক্ষরে লিখা কোন তথ্য নিদিষ্ট করে চারটি নমুনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সংখ্যাসূচক, বর্ণ সূচক, বাইনারি (কম্পিউটার এর দ্বিপদ সঙ্কেত বা মেশিন ল্যাঙ্গুয়েজ), কান্দজি (এক ধরনের জাপানি লিপিবিদ্যা যা চায়না থেকে গ্রহণ করা) । কুইক রেসপন্স কোড অটোমোবাইল কোম্পানি গুলো ছাড়িয়ে সাধারণ বারকোড ইউ.পি.সি বারকোড এর তুলনায় ব্যাপক জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটার দ্রুত তথ্য পুনরুদ্ধার করার ক্ষমতা আর অনেক বেশি আকারে তথ্য ধারণ ক্ষমতার জন্য। কুইক রেসপন্স কোড গঠিত হয় সাদা পটভূমিতে বর্গাকৃতির গ্রিড এ সুবিন্যাসিত কালো উপাদান (বর্গাকৃতির বিন্দ) দিয়ে যা পরা যায় যেকোনো ধরনের ক্যেমেরা দিয়ে। ম্যাগাজিন বই এ বিজ্ঞাপন এর এর ব্যবহার করা জেতে পারে বা বিশেষ কোন প্রমোশনাল অফার, বিল বোর্ড এর এর ব্যবহার হতে পারে যা দিতে পারে আপনাকে তার ব্যবসার বিবরণ বা ধরন অথবা ঠিকানা এমনকি ভৌগোলিক স্থানাঙ্ক পাওয়া জেতে পারে। ওয়েব সাইট এমন কি টি-শার্ট এ এই কোড ব্যবহৃত হতে পারে যা থেকে আপনি পেতে পারেন তার ব্যক্তিগত বার্তা বা তার যোগাযোগ ঠিকানা অথবা ওয়েব এড্রেস। এমন কি বিজনেস কার্ড এর এর ব্যবহার হতে পারে ফোন নাম্বার কিংবা ই-মেইল এড্রেস সংরক্ষণ এর জন্যে। আরো অনেক ভাবে চাইলে এর ব্যবহার করা যেতে পারে।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...