Wednesday, February 20, 2019

হেরে যাই আর জিতে যাও তবুও ভালোবাসি #F

 আজ তুমি জিতে গেছো তোমার সময়ের কাছে,  তোমার জীবনের কাছে ,তুমি জিতেছো  তোমার বাস্তবতার কাছে। কিন্তু আসলেই কি তুুুমি জিতেছো? ??????

তুমি তোমার সময়ের কাছে জিতেছো ঠিকই, কিন্তু আমার জন্য তোমার জীবনের এক মূহূর্ত সময় ই যথেষ্ট।
তারপর ও কি সময়ের কাছে জিতেছো? ??

তুমি তোমার জীবনের কাছে জিতেছো ঠিকই , কিন্তু তোমার জীবন অতিবাহিত হতে জীবনের শেষ মূহুর্তে ও যদি আমার কথা ভুল করে ও মনে পড়ে, তাহলে তুমি কি জিতেছো? ??


তোমার বাস্তব জীবনে আমার ছায়া মূহূর্তের জন্য হলেও  কোন না কোন ভাবেই হলেও অনুভব হবে এটা আমার বিশ্বাস ।

আমার ভালোবাসা মিথ্যে নয়, কিন্তু তোমার কাছে মিথ্যে। (কিছু কথা ছিলো বলতে পারিনি )।

জীবনের প্রতিটা মূহূর্তে তোমার জীবন সুখের ছায়ায় আচ্ছন্ন থাক এই প্রত্যাশা।  এটাই আমার চাওয়া কারণ আমি তোমাকে ভালোবাসি।
LOVE YOU F . & THIS IS REAL. 
By MaNSuR

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...