Friday, February 15, 2019

তুমি তার জন্য কাঁদো

“তুমি তার জন্য কাঁদো
কারন তুমি তাকে এখনও ভালোবাস,
তোমার কান্না দেখে সে হাসে
কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিলে
আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,
মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ
আর শেষে যা হয়েছে সব প্রতারণা”।

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...