Friday, February 15, 2019

তুমি তার জন্য কাঁদো

“তুমি তার জন্য কাঁদো
কারন তুমি তাকে এখনও ভালোবাস,
তোমার কান্না দেখে সে হাসে
কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিলে
আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,
মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ
আর শেষে যা হয়েছে সব প্রতারণা”।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...