Wednesday, February 20, 2019

বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা – কবি শামসুর রাহমান


নক্ষত্রপুঞ্জের মতো জলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়।
মমতা নামের প্রুত  প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড়
ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে
শিউলিশৈশবে ‘পাখী সব করে রব’ ব’লে মদনমোহন
তর্কালঙ্কার কী ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি,
অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন,
ঘুরেছি কাননে তাঁ নেচে নেচে, যেখানে কুসুম-কলি সবই
ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে।
আজন্ম আমার সাথী তুমি,
আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গ’ড়ে পলে পলে,
তাইতো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে
আমারই বন্দরে।
গলিত কাচের মতো জলে ফাত্না দেখে দেখে রঙিন মাছের
আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে
নক্সা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে
সেই কবে আমি হাসিখুশির খেয়া বেয়ে
পৌঁছে গেছি রত্নদীপে কম্পাস বিহনে।
তুমি আসো আমার ঘুমের বাগানেও
সে কোন্ বিশাল
গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো,
আসো কাঠবিড়ালির রূপে,
ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে,
সুদূর পাঠশালার একান্নটি সতত সবুজ
মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি
বার বার কিম্বা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হ’য়ে
কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড়।
আমার এ অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখিতারা।
যুদ্ধের আগুণে,
মারীর তাণ্ডবে,
প্রবল বর্ষায়
কি অনাবৃষ্টিতে,
বারবনিতার
নূপুর নিক্কনে
বনিতার শান্ত
বাহুর বন্ধনে,
ঘৃণায় ধিক্কারে,
নৈরাজ্যের এলো-
ধাবাড়ি চিত্কারে,
সৃষ্টির ফাল্গুনে
হে আমার আঁখিতারা তুমি উন্মিলিত সর্বক্ষণজাগরণে।
তোমাকে উপড়ে নিলে, বলো তবে, কী থাকে আমার ?
উনিশ শো’ বাহন্নোর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি
বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী।
সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হ’লে আমার সত্তার দিকে
কতো নোংরা হাতের হিংশ্রতা ধেয়ে আসে।
এখন তোমাকে নিয়ে খেঙরার নোংরামি,
এখন তোমাকে ঘিরে খিস্তি-খেউড়ের পৌষমাস !
তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো,
বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা।

হেরে যাই আর জিতে যাও তবুও ভালোবাসি #F

 আজ তুমি জিতে গেছো তোমার সময়ের কাছে,  তোমার জীবনের কাছে ,তুমি জিতেছো  তোমার বাস্তবতার কাছে। কিন্তু আসলেই কি তুুুমি জিতেছো? ??????

তুমি তোমার সময়ের কাছে জিতেছো ঠিকই, কিন্তু আমার জন্য তোমার জীবনের এক মূহূর্ত সময় ই যথেষ্ট।
তারপর ও কি সময়ের কাছে জিতেছো? ??

তুমি তোমার জীবনের কাছে জিতেছো ঠিকই , কিন্তু তোমার জীবন অতিবাহিত হতে জীবনের শেষ মূহুর্তে ও যদি আমার কথা ভুল করে ও মনে পড়ে, তাহলে তুমি কি জিতেছো? ??


তোমার বাস্তব জীবনে আমার ছায়া মূহূর্তের জন্য হলেও  কোন না কোন ভাবেই হলেও অনুভব হবে এটা আমার বিশ্বাস ।

আমার ভালোবাসা মিথ্যে নয়, কিন্তু তোমার কাছে মিথ্যে। (কিছু কথা ছিলো বলতে পারিনি )।

জীবনের প্রতিটা মূহূর্তে তোমার জীবন সুখের ছায়ায় আচ্ছন্ন থাক এই প্রত্যাশা।  এটাই আমার চাওয়া কারণ আমি তোমাকে ভালোবাসি।
LOVE YOU F . & THIS IS REAL. 
By MaNSuR

Monday, February 18, 2019

ইউটিউবের নতুন কিছু সেটিং, যা হয়তো আপনি জানতেন না। ভিডিও টি দেখে নিন ।শিখে নিন।

ইউটিউবের নতুন কিছু সেটিং, যা হয়তো আপনি জানতেন না। ভিডিও টি দেখে নিন ।শিখে নিন। 

Sunday, February 17, 2019

বোকামি

“ভুলে যাওয়া হচ্ছে মানুষের স্বভাব, আপনার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও কিন্তু যে ভুলে গেছে তার কাছে সেটা স্বাভাবিক। তাই এটা নিয়ে আফসোস করে দুঃখ বাড়ানো বোকামি ছাড়া আর কিছু নয়”।

Friday, February 15, 2019

তোমাকে ছাড়া আমি অসহায়



“তোমাকে ছাড়া থাকার কোন সাধ্য আমার নেই
কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
তোমাকে ধরে রাখার কোন উপায় আমার কাছে জানা নেই
কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়”।

জবাব দিহি

কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়”।

যে থাকবেনা তাকে আটকে রাখা ও ঠিক না

“যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না”।
___ রেদোয়ান মাসুদ

তুমি তার জন্য কাঁদো

“তুমি তার জন্য কাঁদো
কারন তুমি তাকে এখনও ভালোবাস,
তোমার কান্না দেখে সে হাসে
কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিলে
আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,
মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ
আর শেষে যা হয়েছে সব প্রতারণা”।

Thursday, February 14, 2019

কিভাবে Vidmate এ আপনার ভিডিও Upload করবেন ।

কিভাবে Vidmate  এ আপনার ভিডিও Upload করবেন ।

আজও ভালোবাসি তোমায়

আমার অস্থিরতা কখনোই তোমাকে ছুঁয়ে যায় না এইভেবে অভিমানে খাতাটা দিন দিন বেড়ে চলেছে তোমার প্রতি আমার । মাঝেমাঝে আপন মনে এই ভেবে পুলকিত হই যে,তুমিও কষ্টে আছো আমাকে ছাড়া।তুমি খুব ভালো থাকো তা চাইলেও স্বার্থপরের মত অথবা হিংসুটের মত কামনা করি- তুমিও এমন করে কষ্টে থাকো। তুমিও এমন করে পুড়তে থাকো।ভালো লাগে না আমার।কিচ্ছু ভালো লাগে না।এমনি প্রচন্ড ভালো না লাগা নিয়ে একেকটি দিন মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে পার করে যাচ্ছি।হাসি হাসি মুখ করে অজস্র কান্না গিলে খাচ্ছি।তোমাকে ছাড়া অন্য কিছু এই মুহূর্তে মাথায় আসছে না।জানি কথাগুলি সিনেম্যাটিক হয়ে গেছে।সব কথার শেষ কথা “আমি তোমাকে ভালোবাসি”।
   এটা খুব কষ্টকর যখন কিছুর জন্য অপেক্ষা করছি,কিন্তু জানি যে সেটা কোন দিনও আমার হবে না।তবে এর থেকেও বেশি কষ্টকর হচ্ছে,সারা জীবনে একমাত্র জিনিষ যেটাকেই কেবল চেয়েছি সেটাকে ফেলে রেখে জীবনে এগিয়ে যাওয়া ! why should i feel?i lost one who never loved me and she lost one who loves her the most...
    যে মানুষটার সাথে দিনে কয়েক ঘন্টা কথা বলেও কথা শেষ হতো না সেই মানুষটাকে তিন বছর দেখি নি,কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে বেঁচে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না।অবশ্য আগের মতো তোমায় আর মনে পড়েনা । জানো,আজ কাল খুব ব্যাস্ততার মধ্যে দিন কাটাই । এ ভেবে মাঝে মধ্যে ঘুম কিনে আনি আর তোমার কথা ভাবি।আর কখনও তোমার হাত ধরা হবে না,কাছাকাছি বসে থাকা হবে না এই কথাগুলো ভেবে আর মন খারাপ হয় না।জানি না শুধু অজান্তে চোখের কোণে জল চলে আসে ।আর এখন?তোমার জীবনের ১৪৪০ মিনিটের একটা দিন থেকে শুধুমাত্র ১টা মিনিট করে যদি আমাকে দিতে তাতেই আমার পুরো জীবনটা কেটে যেতো।তুমি যে আমার এটা আমাকে বুঝাতে হয় না,কিন্তু আমি যে তোমার এটা কেন তুমি বুঝ না? 

Wednesday, February 13, 2019

অবহেলা

অবহেলার একটা লিমিট থাকা দরকার…।
কেউ একজন তোমাকে দিনের পর দিন কেয়ার করে যাচ্ছে
আর তুমি সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো ‘এসবই তোমার প্রাপ্য…
এরকম তো কতোজনই আছে কেয়ার করার মতো,
যদি এমনটি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো…।
হাজার মানুষের কেয়ারের ভিড়ে তুমি আসল মানুষের আলাদা কেয়ারটুকু টের পাচ্ছোনা। একদম না।
কেউ একজন তোমার ছোট্ট একটি “লেখার আশায় ঘন্টার পর ঘন্টা মোবাইলে ডাটা অন রেখে
কি পরিমান ছটফট করতে পারে তুমি সেটা দেখতে পাওনা বলে এমনটা ভাবছো…।
মেসেজবক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু-ঘন্টা ধরে সাজানো কষ্টের
ভাষা গুলো লিখে সেন্ড করার ঠিক আগ মূহুর্তে ডিলিট বাটনে
চাপ দিয়ে ধরে রাখাটা যে কতটা যন্ত্রনার তুমি সেটা বোঝোনা বলে এমনটি করো…।
তোমার একটি মাত্র ফোন কলের আশায়
বিছানার এপাশ-ওপাশ করে কতো যে নির্ঘুম রাত কেটে গেছে।
তুমি সেটা কখনই জানতে চাওনি বলে মানুষটিকে সস্তা ভাবো…।
বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়া এই মানুষটা মোটেই সস্তা কোনো মানুষ নয়.., অদ্ভুত রকমের একটা ধর্য্য- শক্তি আছে এর মাঝে…।
মনে রাখবে “ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে…।
কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই
অভাব..। খুব, খুব অভাব..।
তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা।

Monday, February 4, 2019

QR কোড কি? বিস্তারিত

QR code বা কুইক রেসপন্স কোড এক ধরনের মেট্রিক্স/ 2d বারকোড যা প্রথমে ডিজাইন করে জাপানের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি টয়োটার অধীনস্থ ডেনসো এবং তা পরে সারা জাপানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। আর বারকোড হচ্ছে এক ধরনের অপটিক্যাল মেশিন দ্বারা পাঠ যোগ্য লেবেল যাতে ওই পণ্য সম্পর্কিত তথ্য সংযুক্ত থাকে। তখন কুইক রেসপন্স কোড এ সঙ্কেতাক্ষরে লিখা কোন তথ্য নিদিষ্ট করে চারটি নমুনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সংখ্যাসূচক, বর্ণ সূচক, বাইনারি (কম্পিউটার এর দ্বিপদ সঙ্কেত বা মেশিন ল্যাঙ্গুয়েজ), কান্দজি (এক ধরনের জাপানি লিপিবিদ্যা যা চায়না থেকে গ্রহণ করা) । কুইক রেসপন্স কোড অটোমোবাইল কোম্পানি গুলো ছাড়িয়ে সাধারণ বারকোড ইউ.পি.সি বারকোড এর তুলনায় ব্যাপক জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটার দ্রুত তথ্য পুনরুদ্ধার করার ক্ষমতা আর অনেক বেশি আকারে তথ্য ধারণ ক্ষমতার জন্য। কুইক রেসপন্স কোড গঠিত হয় সাদা পটভূমিতে বর্গাকৃতির গ্রিড এ সুবিন্যাসিত কালো উপাদান (বর্গাকৃতির বিন্দ) দিয়ে যা পরা যায় যেকোনো ধরনের ক্যেমেরা দিয়ে। ম্যাগাজিন বই এ বিজ্ঞাপন এর এর ব্যবহার করা জেতে পারে বা বিশেষ কোন প্রমোশনাল অফার, বিল বোর্ড এর এর ব্যবহার হতে পারে যা দিতে পারে আপনাকে তার ব্যবসার বিবরণ বা ধরন অথবা ঠিকানা এমনকি ভৌগোলিক স্থানাঙ্ক পাওয়া জেতে পারে। ওয়েব সাইট এমন কি টি-শার্ট এ এই কোড ব্যবহৃত হতে পারে যা থেকে আপনি পেতে পারেন তার ব্যক্তিগত বার্তা বা তার যোগাযোগ ঠিকানা অথবা ওয়েব এড্রেস। এমন কি বিজনেস কার্ড এর এর ব্যবহার হতে পারে ফোন নাম্বার কিংবা ই-মেইল এড্রেস সংরক্ষণ এর জন্যে। আরো অনেক ভাবে চাইলে এর ব্যবহার করা যেতে পারে।

For HUAWEI Watch Pro GPS NFC Smart Watch Men 360*360 AMOLED Screen Heart rate Bluetooth Call IP68 Waterproof Man Smartwatch 2025

  Specifications Hign-concerned Chemical None Battery Life 3Day Voice assistant built-in YES Bluetooth-compatible Version 5.3 Metrics measur...