Tuesday, February 16, 2016

তোমাকে হারিয়ে শুন্য আমি Posted By T.....

একাকী আমার জীবনটা অনেক ভালো ছিল ,
যে জীবনে কোন স্বপ্ন ছিল না ,
ছিল না কোন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ,
ছিল না কোন প্রাপ্তি আর হারানোর বেদনা ।
হঠাৎ করে তোমার অল্প কিছু দিনের অবস্থান
আমার জীবন
টা কে বদলে দিল ।
হ্যাঁ সত্যিই অনেক স্বপ্ন আর কিছু অন্য রকম অনুভূতি
জন্ম
দিল আমার মাঝে ।
কিন্তু এক পসলা বৃষ্টির মত হঠাৎ করে তোমার
চলে যাওয়াটা অনেক বেশী বদলে ফেলেছে
আমাকে ,
আবার একা করে ফেলেছে আমাকে ।
কিন্তু বিশ্বাস করো সেই একাকী জীবন আর
আজকের এই
একাকীত্বতার মাঝে যে অনে ব্যবধান সেটা
আমি বুঝি ।
আমার সেই একাকী জীবন কোনদিনও দুঃখ দেয়নি
আমাকে ,
কিন্তু আজকের এই একাকীত্বতার জীবন একটু সুখ
দেয়নি আমাকে ,
শুধু দিয়েছে চোখের কুনে কিছু অশ্রু ফোঁটা আর
কিছু নির্ঘুম
রাত ।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...