Friday, February 19, 2016

চন্দ্র রাতের শেষে By তুহিন

আমি তোমার কাছে আসবো ফিরে
কোন এক চন্দ্র রাতের শেষে
আমার জন্য কিছু জল রেখো চোখে
ললাটে রেখো কিছু রোদ
ঠোঁটে রেখো একটু লেপ্টানো হাসি
চিবুকে রেখো কিছু মিষ্টি আদর
আর বুকে রেখো বাসনা
আমি আবার আসবো ফিরে
স্বপ্ন-সারথি অথবা শাদা বকপাখি হয়ে
শিশির ভেজা কোন এক নিশ্চুপ রাতে
তুমি সোহাগ কাঁকন পরে
দখিনের দরজায় দাঁড়িয়ে থেকো
আর ভুলে যেও অভিমান
ভুলে যেও সব দলছুট বেদনা।
#কোন_একদিনের_স্বপ্ন

Tuesday, February 16, 2016

তোমাকে হারিয়ে শুন্য আমি Posted By T.....

একাকী আমার জীবনটা অনেক ভালো ছিল ,
যে জীবনে কোন স্বপ্ন ছিল না ,
ছিল না কোন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ,
ছিল না কোন প্রাপ্তি আর হারানোর বেদনা ।
হঠাৎ করে তোমার অল্প কিছু দিনের অবস্থান
আমার জীবন
টা কে বদলে দিল ।
হ্যাঁ সত্যিই অনেক স্বপ্ন আর কিছু অন্য রকম অনুভূতি
জন্ম
দিল আমার মাঝে ।
কিন্তু এক পসলা বৃষ্টির মত হঠাৎ করে তোমার
চলে যাওয়াটা অনেক বেশী বদলে ফেলেছে
আমাকে ,
আবার একা করে ফেলেছে আমাকে ।
কিন্তু বিশ্বাস করো সেই একাকী জীবন আর
আজকের এই
একাকীত্বতার মাঝে যে অনে ব্যবধান সেটা
আমি বুঝি ।
আমার সেই একাকী জীবন কোনদিনও দুঃখ দেয়নি
আমাকে ,
কিন্তু আজকের এই একাকীত্বতার জীবন একটু সুখ
দেয়নি আমাকে ,
শুধু দিয়েছে চোখের কুনে কিছু অশ্রু ফোঁটা আর
কিছু নির্ঘুম
রাত ।

তুমি আসবে বলে By তুহিন

তুমি আসবে বলে বৃষ্টি হল
তপ্ত রোদেলা দুপুরে স্নান করল পৃথিবী,
শুকিয়ে যাওয়া এই ছোট্ট নদীটায়
সাঁই সাঁই জোয়ার এলো আবার।
সজীবতা ফিরে পেল উঠোনের এক কোণে
স্তব্ধ দাঁড়িয়ে থাকা কদম গাছটি,
ডালে ডালে ধরল ছোট বড় কত ফুল।
দেবদারু গাছের শাখায় হঠাৎ
মিষ্টি সুরে গেয়ে উঠল একটা
কালো কোকিল।
কতদিন তুমি আসনা!
তাই সবকিছু বিমর্ষ এমন।
আজ তুমি আসবে বলে
হৃদয় জুড়ে বাজে বাঁশের বাঁশি,
বেহালায় সেই মায়াময় সুর
ফুটফুটে জ্যোৎস্না হাসে আকাশে
সুখের মাতম যেন বসন্ত বাতাসে।
তুমি আসবে বলে
ফুলগুলো সব উঠলো হেসে
সবুজে সবুজে ভরল বৃক্ষ কানন।
তুমি আসবে বলে
সমুদ্রের বুকে নামলা শীতলতা
তোমার জন্যই প্রিয় সব মমতা। @
সংগ্রহ
fb.com/smsp.bd

Saturday, February 13, 2016

একাকী পথচলা

চিন্তা করেও ভেবে পাইনা কি লিখবো-
মনের মধ্যে পাই না কোন আশার আলো!
একা একা হাঁটি আমাই দিনভর বারান্দায়,
পৌঁছাতে পারলাম না জীবনের কিনারায়!
যন্ত্রে রুপান্তরিত হচ্ছে আমাদের এই জীবন,
যন্ত্রের মধ্যেই বাঁচা আর যন্ত্রের মধ্যেই মরণ!
মাঝে মাঝে ভুলে যাই আমার নিজের অস্তিত্ব,
খালি কামরায় যখন গুমরে মরে সব আমিত্ব!
যন্ত্রমানব হয়ে গিয়েছি! উপায় নেই ফেরার!
জীবন প্রত্যাশী? কিন্তু কিই বা আছে পাবার?
কখন মনে হয় আমি ফিরে আসবনা আবার-
ভাবি আমি পথ কি খোলা আছে চলে যাবার?
কন্টকময় স্বর্গে আমি নিজেকে করলাম আবিস্কার,
একাকী পথচলায় এটাই আমার প্রাপ্য পুরস্কার!

শুধু একবার বলো ভালোবাসি শুধু তোমায়

যদি তুমি বলো তবে আমি আকাশ ছুঁতে পারি,
সুদূর আকাশে পাখির মত ডানা মেলে উড়ি!
আকাশ থেকে তোমার জন্য তারা এনে দেব,
তোমার জন্য ভালবাসা বিলিয়ে আমি যাব!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
পাহাড় অতিক্রম করতে পারি যদি তুমি বলো,
তোমার জন্য ভালবাসা মোর হবেনা টলোমলো!
পাহাড় খুঁড়ে তোমার জন্য আনব নীল-কমল!
এটাই আমার দৃঢ় পণ! হতে দেব না দুর্বল!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
যদি তুমি বলো সাগর পাড়ি দেব সাঁরতে!
তোমার হাসি আমার সকল কষ্ট দেয় উতরে।
সাগরের তল থেকে আমি এনে দেব মুক্তো,
আমি জেনেছি আমার জীবনে তুমি আছ যুক্ত!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
যদি তুমি বলো দেব পাড়ি বিশাল মহাশুন্য -
তোমার সঙ্গ আমার একাকীত্বকে করবে পূর্ণ!
পৃথিবীর সকল সুখ এনে দেব তোমার জন্য,
তোমায় ভালবেসে আমার জীবন হল ধন্য!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
কত ভালবাসি তোমায় যদি তুমি জানতে-
কখনও দেখেছ কি ক্ষুদ্র শিশির বিন্দু?
জ্বলজ্বল করে ওঠে প্রভাত রবির কিরণে!
আমার ভালবাসা তেমনি উজ্জ্বল হে বন্ধু!
হৃদয়ের দহন কি বুঝতে পারছো না তুমি?
আমায় ছেড়ে যদি যাও, কিভাবে বাঁচব আমি?
আমার দিকে তাকিয়ে একবার বল আমায়-
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’

তুমিই আমার ভুবন

আমাদের ভূবনে থাকবে না কোন বেদনা,
থাকবে না কোন বিরহ আর দেনা-পাওনা!
তোমাকে ছেড়ে আমি কখনও দূরে যাবোনা,
তোমার ব্যাপারে আমি পিছপাও হবোনা!
ঢেকে রাখবো তোমায় দিয়ে সব ভালবাসা,
প্রমাণ করতে পারি, তুমিই আমার আশা!
আমার জীবনে তুমি এনে দিলে পরিবর্তন,
তোমার জন্য আমার সব! এটা রেখ স্মরণ!
তোমার হৃদয়ের মাঝে আমায় দিও আসন,
তুমিই আমার ভালবাসা, তুমিই আমার ভুবন

নির্জনতায় তোমাকে খুঁজি

রাত্রি যখন নিঝুম হয়
নিস্তব্ধ হয় পৃথিবী,
ঘুমিয়ে পড়েছে সকল কিছু
নিশ্চুপ রয়েছে সবই।
মাঝে মাঝে নিস্তব্ধতা ভাঙ্গে
ঝিঁ ঝিঁ পোকার ডাকে,
বাঁকা চাঁক উঁকি মারে
মেঘের ভেলার ফাঁকে।
বনের মধ্যে চলছে যখন
আলো আঁধারির খেলা,
আকাশজুড়ে বসেছে তখন
সহস্র তারার মেলা।
রূপালী জোছনা প্লাবিত করেছে
সুপ্ত এই প্রকৃতিকে,
তারার আলো সাজিয়ে দিয়েছে
রাতের নিস্তব্ধতাকে।
এরই সাথে যুক্ত হয়েছে
ক্ষুদ্র জোনাকীর আলো,
কে বলবে আঁধারের রূপ
লাগে বড় কালো?
নিশাচর পশুরা বেরিয়ে পড়েছে
খাবারের সন্ধানে,
নদীর পানি ফুলে উঠেছে
জোয়ারের প্লাবনে।
বাতাস যখন বয়ে চলে
বনের ভিতর দিয়ে,
বনের বৃক্ষ শামিল হয়
মর্মর ধ্বনি দিয়ে।
এরই মাঝে একাকী আমি
উদ্দেশ্যহীন হেঁটে যাই,
নির্জনতার মাঝেই আমি
নিজেকেই খুঁজে পাই।

Real Love

শুধু কি বুকে জড়িয়ে রাখলেই ভালবাসা গভীর হয়??
শুধু কি পাশে থেকে সময় কাটালেই ভালবাসা গভীর
হয়?? শুধু কি একজনের কোমল ঠোঁটে আরেক জনের
হিংস্র কামড় কেই গভীর ভালবাসা বলে?? . . নাহ
এসবের বাহিরেও একটা ভালবাসা থাকে যা অনেক
গভীর,অনেক পবিত্র।।যেখানে নোংরামির কোন
জায়গা নেই।। . . একটা মানুষকে না দেখে শুধু মাত্র
তার কথা শুনে তার প্রতি যেই ভালবাসা হয় সেইটাও
অনেক গভীর হয়।।একটা মানুষের পাশে না থেকেও
তাকে অনুভব করার মধ্যে যে ভালবাসা থাকে তাও
অনেক গভীর হয়।।একজনের শুধু হাত ধরে থাকার
ভেতরেও যে ভালবাসা থাকে তাও অনেক গভীর
হয়।। . . কিন্তু এসব সবাই বোঝে না।।এই ভালবাসা
গুলা বোঝার জন্য একটা সুস্থ,সুন্দর মনের মানুষ
দরকার,সাথে একটা ভাল চরিত্রও বটে।।কারন অসুস্থ
মনের চরিত্রহীন মানুষ গুলা ভালবাসা বলতে প্রথম
সারির কথা গুলাই বোঝে।। . . যারা দ্বিতীয় সারির
ভালবাসা পায় তাদের জীবন সার্থক কিন্তু আফসোস
এর বিষয় হলো এমন ভালবাসা হাজারেও নয় হয়তো
লক্ষে একটা মেলে।। .
www.fb.com/smsp.bd

বসন্ত

বসন্ত অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী, প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ-দুয়ার মর্তে এলে চলি, অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটিরপ্রাঙ্গণে পীতাম্বর পরি, উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দারমঞ্জরী, দলে দলে নরনারী ছুটে এল গৃহদ্বার খুলি লয়ে বীণা বেণু-- মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি ছুঁড়ি পুষ্পরেণু। সখা, সেই অতিদূর সদ্যোজাত আদি মধুমাসে তরুণ ধরায় এনেছিলে যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের স্বর্ণমদিরায়, সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নব পুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছ-- তাই লয়ে আজো পুনর্বার সাজাইলে সাজি। তাই সে পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মৃত বারতা, তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোকলোকান্তের কান্ত মধুরতা। তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জবন হতে উঠিছে উচ্ছ্বাসি লক্ষ দিনযামিনীর যৌবনের বিচিত্র বেদনা, অশ্রু গান হাসি। যে মালা গেঁথেছি আজি তোমারে সঁপিতে উপহার তারি দলে দলে নামহারা নায়িকার পুরাতন আকাঙক্ষাকাহিনী আঁকা অশ্রুজলে। সযত্নসেচনসিক্ত নবোন্মুক্ত এই গোলাপের রক্ত পত্রপুটে কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন-ইতিহাস রহিয়াছে ফুটে। আমার বসন্তরাতে চারি চক্ষে জেগে উঠেছিল যে-কয়টি কথা, তোমার কুসুমগুলি হে বসন্ত, সে গুপ্ত সংবাদ নিয়ে গেল কোথা? সে চম্পক, সে বকুল, সে চঞ্চল চকিত চামেলি স্মিত শুভ্রমুখী, তরুণী রজনীগন্ধা আগ্রহে উৎসুক-উন্নমিতা, একান্ত কৌতুকী, কয়েক বসন্তে তারা আমার যৌবনকাব্যগাথা লয়েছিল পড়ি। কণ্ঠে কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি বক্ষোমাঝে বাসনা-বাঁশরি। ব্যর্থ জীবনের সে কয়খানি পরম অধ্যায় ওগো মধুমাস, তোমার কুসুমগন্ধে বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ। বকুলে চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যাবে চলি যুগে যুগান্তরে, বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকুলি কুহুকলস্বরে। অমর বেদনা মোর হে বসন্ত, রহি গেল তব মর্মরনিশ্বাসে-- উত্তপ্ত যৌবনমোহ রক্তরৌদ্রে রহিল রঞ্জিত চৈত্রসন্ধ্যাকাশে।

Tuesday, February 9, 2016

রবীন্দ্রনাথ ঠাকুর

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই
প্রভাতখানি।
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল
তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন, যা আছে তোর
খুলে দে--
অন্তরে যা ডুবে আছে আলোক-পানে
তুলে দে।
আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে
ফুটে--
চোখের 'পরে আলস-ভরে রাখিস নে আর
আঁচল টানি॥

নিরন্তর

বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥
বাজে অসীম নভোমাঝে অনাদি রব,
জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে ।
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত,
লক্ষশত ভক্তচিত বাক্যহারা ॥

Sunday, February 7, 2016

ভালোবাসা যন্ত্রণা By. তুহিন

জীবনের পথে একা একা পথ চলা অনেক সহজ,কিন্তু
কারো হাত ধরে অনেক দুরে গিয়ে সেখান থেকে
আবার একা ফিরে আসা অনেক কঠিন।
I LOVE YOU "F

For HUAWEI Watch Pro GPS NFC Smart Watch Men 360*360 AMOLED Screen Heart rate Bluetooth Call IP68 Waterproof Man Smartwatch 2025

  Specifications Hign-concerned Chemical None Battery Life 3Day Voice assistant built-in YES Bluetooth-compatible Version 5.3 Metrics measur...