আমি তোমার কাছে আসবো ফিরে
কোন এক চন্দ্র রাতের শেষে
আমার জন্য কিছু জল রেখো চোখে
ললাটে রেখো কিছু রোদ
ঠোঁটে রেখো একটু লেপ্টানো হাসি
চিবুকে রেখো কিছু মিষ্টি আদর
আর বুকে রেখো বাসনা
আমি আবার আসবো ফিরে
স্বপ্ন-সারথি অথবা শাদা বকপাখি হয়ে
শিশির ভেজা কোন এক নিশ্চুপ রাতে
তুমি সোহাগ কাঁকন পরে
দখিনের দরজায় দাঁড়িয়ে থেকো
আর ভুলে যেও অভিমান
ভুলে যেও সব দলছুট বেদনা।
#কোন_একদিনের_স্বপ্ন
কোন এক চন্দ্র রাতের শেষে
আমার জন্য কিছু জল রেখো চোখে
ললাটে রেখো কিছু রোদ
ঠোঁটে রেখো একটু লেপ্টানো হাসি
চিবুকে রেখো কিছু মিষ্টি আদর
আর বুকে রেখো বাসনা
আমি আবার আসবো ফিরে
স্বপ্ন-সারথি অথবা শাদা বকপাখি হয়ে
শিশির ভেজা কোন এক নিশ্চুপ রাতে
তুমি সোহাগ কাঁকন পরে
দখিনের দরজায় দাঁড়িয়ে থেকো
আর ভুলে যেও অভিমান
ভুলে যেও সব দলছুট বেদনা।
#কোন_একদিনের_স্বপ্ন