এলিজা আজাদ
হঠাৎ নদী তীরে বসে আছি এলেকা
মেয়ে আমি কোমলমতি প্রেমিকের পাব কি দেখা?
প্রশ্ন করি নিজেকে
এমন সময় দুর্যোগের ঘনঘটা
আকাশ কালো মেঘে ঢাকা
দুরু দুরু কাঁপছে বুক
কি করি কোথা যাই ভেবেই আকুল
এমন সময় তুমি শ্যামল ছেলে
ঝড়বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলে
চকিতে তোমার সাথে হল দেখা
দেখলে দাঁড়িয়ে আছি নদীতীরে আমি একা
অশনি কিছু একটা ঘটে যেতেই পারে
অভয় দিয়ে বললে,
মেয়ে নির্ভয়ে আমার সাথে বাড়ি যেতে পার
কার বাড়ি? কোথায় বাড়ি?
এসব ভাববার সময় এখন নাই
বললাম, ছেলে চল তোমার বাড়ি ফিরে যাই
একে’তো দুর্যোগের রাত
বুকে চৈত্রের দাবদাহের কাঠফাটা শূন্যতা
সাথে শ্যামল ছেলের পিছু পিছু হাঁটা
যাত্রাপথ যদি এইখানেই শেষ হয়ে যায়
জীবনের কাছে চাইবার আর কিছু নাই
মনে মনে শ্যামল ছেলে তোমাকে ধন্যবাদ জানাই
যাত্রাপথের সাথী হয়েছ এরবেশি চাওয়ার কিছু নাই
এভাবেই হাজার জন্ম তোমার সাথে
পা-য়ে পা মিলিয়েই যেন পাড়ি দিতে পারি
এসব এলোমেলো ছন্নছাড়া ভাবনায়
ছিলাম ভাবুক ছিলাম মশগুল
হঠাৎ দরজার তালা খুলে বললে,
নাম না জানা মেয়ে নিচ্ছি আমরা এ-খানেই বিরতি
এ-খানেই আমার বাড়ি
যাও ভিতরে গিয়ে কাপড় চেঞ্জ কর
তারপর যা আছে ঘরে তাই মুখে তোলো
ভয় করোনা’কো একরত্তি
এক আকাশ কবিতা আর ভালোবাসার সবুজ স্বপ্নই আমার শক্তি
এসব দিয়ে কি এক জন্ম হবে পার?
দিন ফুরাবার আগেই তুমি বলবে
আমি কে? তুমি কার?
খেয়ে নিয়ে যাও শুয়ে পড়ো
তারপর বৃষ্টি থেমে গেছে কখন বুঝতেই পারিনি
মা এসে কানের কাছে ফিস ফিস করে বলছেন,
আজ তোমার একাউন্টিং পরীক্ষা
মুখ ধুয়ে বই নিয়ে বস
আমি চা-বিস্কিট নিয়ে আসছি
মা চলে যাবার পর রাতের স্বপ্ন মনে পড়ে গেলো
মনে মনে যাকে এতদিন খুঁজেছি
সেই শ্যামল ছেলে স্বপ্নে এসে উঁকি দিয়ে কি
চিরতরে হারিয়ে গেলো?
জ্ঞান হবার পর থেকে তাকে ঘিরে
সঞ্চিত করেছি যত ভালোবাসা
জন্ম জন্মান্তর এভাবেই হয়ত যেতো
শ্যামল ছেলেকে খোঁজার অন্বেষণে
সারাদিন শেষে অপেক্ষায় থাকি
কখন হবে রাত আর আমার স্বপ্নের হবে শুরু
হবে শ্যামল ছেলেকে কাছে পাবার সুখ সুখ আয়োজন
এভাবেই প্রাণের ভিতরে প্রাণের সঞ্চার করে ফিরি
শ্যামল ছেলে তোমাকে নিয়ে রচিত হয় আমার
এক আকাশ কবিতা এবং
বিরহ প্রেমের অসমাপ্ত গল্প।
No comments:
Post a Comment