হারানো প্রেম
তুমি বিনে শুন্য জানি কাটেনা প্রহর, ফিরে এসো ভালবাসা বুকের ভিতর। অধিকার আজ শুধু হোক প্রণয়ের, অনুরাগে অভিমান সমাপ্তি ভুলের। হারায় না প্রেম কভু দুঃখ দাহনে, গুপ্ত থাকে ভালবাসা স্মৃতির স্বরণে। মন যদি ভেঙ্গে যায় কাঁদিবে অন্তর, নিঃশ্বাসের বিশ্বাসে বাঁধি সুখে ঘর।
পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়, জীবনে নতুন করে আয় ফিরে আয়। ভুলে গিয়ে জ্বালা যত মনে অভিমান, অপরাধ অভিযোগ হোক অবসান। অনুশোচনায় করে আত্মসমর্পণ, হারানো প্রেমের স্মৃতি সুখের স্বরণ।
No comments:
Post a Comment