Saturday, July 9, 2016

অন্য এক তুই!!!

একটা সময় ছিলো, যখন তুই নিজেকে খুব একা ভাবতিস, তখন আমিই তোকে বলেছিলাম আমি আছি। আমিই তোর একাকীত্বের সঙ্গী ছিলাম। যখন তুই ভাবতিস তোর জীবন অমাবস্যার অন্ধকার, তখন আমিই তোর জীবনটাকে পূর্নিমার আলো দিয়েছিলাম। যখন তোর মনে কষ্টের মেঘ জমতো, আমিই তোকে আশার আলো দেখিয়েছিলাম। দুজনের দিন খুব ভালোই যাচ্ছিলো। আজ সময়ের পরিবর্তনে তুই আমাকে দূরে সরিয়ে দিলি!!! কেন???  আজ তোর সব হয়েছে তাই?? ভাবিসনা আজ সময়ের পরিবর্তনে আমাকে ভুলে গেলি, আবার হয়তো কোন সময়ের পরিবর্তনে আমায় চাইবি!! কিন্তু লজ্জা দ্বিধায় হয়তো বলতে পারবিনা। ভাবিসনা, বলিস আমি তখনো আছি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো ইনশাল্লাহ। #TuHiN

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...