Thursday, April 7, 2016

কষ্ট বুঝলেনা By তুহিন

পৃথিবীতে একদল মানুষের জন্মই হয় শুধু 'স্যাক্রিফাইস"
করার জন্য... এরা সবার কষ্ট বুঝলেও এদের কষ্ট'টা
কেউ বোঝেনা.. মানুষগুলো সবার জন্য স্যাক্রিফাইস
করলেও..এদের জন্য কেউ 'স্যাক্রিফাইস করে না...
পাঁচ বছর একটা রিলেশনে থাকার পর 'বাবা'র
পছন্দের ছেলেকে বিয়ে করে এসে যখন মেয়েটি
বলে "সরি জানু-মাফ করে দিও"...তখন আর কিছুই বলার
থাকেনা...কিচ্ছুনা...শুধু বুকের ভেতর দ্রিম করে
একটা শব্দ উচ্চারিত হয়ে বলে "নাহ ঠিক আছে-
ব্যাপার না"... বিশ্বাস করো তোমার এই সামান্য
একটি ভুলের কারনে বন্ধ রুমের বাতি অফ করে দিলে
যতটা না অন্ধকার হয় ঘর... তার থেকেও বেশি
অন্ধকার হয়ে যায় মানুষটার জীবন...তুমি কখনই সেটা
টের পাওনা বলেই হুট করে মানুষটাকে একা করে
দেওয়ার সাহস পাও...হয়তো তুমি অনেকের স্বপ্ন
পূরনের আনন্দ দেখেছ কিন্তু স্বপ্ন ভাঙ্গার কষ্ট'টা
দেখনি....কোনো মানুষকে যদি বলা হত 'সারাদিন
তুমি এই খালি গ্লাসটা হাতে নিয়ে রোদে
দাঁড়িয়ে থাকবে তাহলে তোমাকে এই কষ্টটা কখনই
দেয়া হবেনা...আমার মনে হয় ৯৮% মানুষ রাজি হয়ে
যেত...কারন সব কষ্টের যন্ত্রনা ধীরে ধীরে
নিঃশ্বেস হয়ে গেলেও মন ভাঙার কষ্টের কোনো
পরিসীমা থাকেনা...যতবার তুমি মানুষটিকে নিয়ে
ভাববে..যতবার তুমি মানুষটির ফেলে যাওয়া
স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করবে ঠিক ততবারই
কষ্ট পাবে...যদি কখনো গভীর রাতে চোখে ঘুম না
আসে..বুকের ভেতরটা ভার ভার মনে হয় ওই সময়টাতে
অল্প কিছুক্ষনের জন্য নিঃশ্বাসটা বন্ধ রেখে
দেইখো-তো কষ্ট'টা কেমন.? মনে হবে ১০ সেকেন্ডের
জন্যও নিঃশ্বাস' ছাড়া বাঁচা তোমার পক্ষে
অসম্ভব...ঠিক তেমনি এই মানুষগুলোর তোমাকে
ছাড়া বাঁচা অসম্ভব বলে এখনও গভীর রাতে
অপেক্ষা করে তোমার একটি মেসেজ কিংবা ফোন
কলের...বলতে পারো আর কতটা সময় অপেক্ষা করতে
হবে এদের.?
.

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...