বার বার অপলক দৃষ্টি নিয়ে দেখে যাই তোমায়
যতবার দেখি ,
আর যতবার দেখেছি আপন মনে
তবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।
ও চোখের গহিনে যে স্বপ্ন দেখি
দেখি বেঁচে থাকার প্রয়াস ,
এ তো এ জন্মের নয়
এ তো পূর্ব জন্মের ।
তবু তোমাকে দেখার সাধ মিটে না ।
অপলক দৃষ্টি নিয়ে ততবার দেখেছি যতবার বাঁচার
আকুতি ছিলো হৃদে ।
তবুও যে অতৃপ্ত !
তবে জেনে গেছি আমি
হ্যাঁ খুব করে জেনে গেছি এ জন্মে তোমায় দেখার
তৃপ্তি হবে না ।
শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে
কে
বুকের রাজ ফটকে বন্দী করে
শেষ বারবের মত অপলক তোমায় দেখে দেখে যেতে
যেতে
চিৎকার করে বলে যাবো ,
এ জন্ম আমার বৃথা ,
এ জন্ম আমার নিরাশ ,
তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো ।
যতবার দেখি ,
আর যতবার দেখেছি আপন মনে
তবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।
ও চোখের গহিনে যে স্বপ্ন দেখি
দেখি বেঁচে থাকার প্রয়াস ,
এ তো এ জন্মের নয়
এ তো পূর্ব জন্মের ।
তবু তোমাকে দেখার সাধ মিটে না ।
অপলক দৃষ্টি নিয়ে ততবার দেখেছি যতবার বাঁচার
আকুতি ছিলো হৃদে ।
তবুও যে অতৃপ্ত !
তবে জেনে গেছি আমি
হ্যাঁ খুব করে জেনে গেছি এ জন্মে তোমায় দেখার
তৃপ্তি হবে না ।
শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে
কে
বুকের রাজ ফটকে বন্দী করে
শেষ বারবের মত অপলক তোমায় দেখে দেখে যেতে
যেতে
চিৎকার করে বলে যাবো ,
এ জন্ম আমার বৃথা ,
এ জন্ম আমার নিরাশ ,
তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো ।
No comments:
Post a Comment