#নারীদের_সমান_অধীকার_ও_বাস্তবতা...!!
★★ সমান অধীকার আদায়ের দাবীতে মাঝেমাঝেই পুরুষরুপি কিছু মহিলাদের রাস্তায় আন্দোলন করতে দেখা যায়...!!
বাট,অধিকাংশ মহিলারাই জানে না যে, সমান অধিকার কি ও কেন?!
আসলে, অধিকারের বিষয়টা ম্যান টু ম্যান,পারসোন টু পারসোন এবং প্লেস টু প্লেস ভ্যারি করে...!!
Maximum মহিলারাই এটা বোঝে না!!
আসলে,তারা কি যে বোঝেনা, সেটাও বোঝে না....!!
নারীদের সমান অধিকারের এই ডায়লগটা, যে সকল মেয়েরা দেয়, আমি challenge দিয়ে বলছি যে, সে সকল মেয়েরা সমান অধিকারের কিছুই বোঝে না.....!
না বুঝে হুদাই চেচামেচি!!😡😷
আরে ভাই থামেন...!!
ইয়ে মানে, হয়তো বিরক্ত হচ্ছেন...?!
তাহলে আসুন, নারীদের সমান অধীকারের একটু পোস্টমর্টেম করি...!!
তার আগে নিচের ছবিটির দিকে একটু তাকান...
★নিচের ছবিটির মতই, মহিলাদের সমান অধিকারের নামে চেচামেচি করা বোকামি ছাড়া কিছুই নয়.....!!
সমান নয় বরং মেয়েদের দিতে হবে অগ্রাধিকার, যেটা তাদের ইসলাম দিয়েছে।।
বাট, তারা সেটা জানেই না.....!!
সব জায়গায় সমান অধিকার হলে মেয়েরা মোটেও চলতে পারবে না। যেমন -ধরুন...
👍 বাসে মহিলা,শিশু ও বিকলাঙ্গদের জন্য যে Extra সীট বরাদ্দ থাকে, সেটা সমান অধিকার নয় বরং অগ্রাধিকার।।
সমান অধিকার হলো, কোন সীটই বরাদ্দ থাকবে না...
যে আগে আসবে সেই বসবে।। কোন মহিলার জন্যও সীট ছেড়ে দেয়া যাবে না।। এমনকি...মহিলাদেরও বাসে দৌড়িয়ে,ঠেলে-ঠুলে উঠতে হবে.....!!
👍সমান অধিকার হলে সকল প্রকার নারী কোটা বাতিল করতে হবে, কারন, ওটা সমান অধিকার নয় বরং অগ্রাধিকার.....!!
👍 সমান অধিকার হলে সকল প্রকার শিশু ও নারী নির্যাতন আইন বাতিল করতে হবে। কারন, সবার বেলায় সমান আইন প্রযোজ্য হবে।
👍সমান অধিকার হলো, এক্সটা কোন কিছুই বরাদ্দ থাকবে না, মেধা ও যোগ্যতায় যে এগিয়ে সেই চান্স পাবে....
সাপোজ, কোন চাকরি পরীক্ষায় 50 জন নেওয়া হবে কিন্তু 2000 হাজার জন এপ্লিকেশন করেছেন, 500 জন মহিলা এবং 1500 জন ছেলে। তো মেধায় যদি এই 500 জন মহিলাদের মধ্যে 40 জন চান্স পায় এবং ছেলেরা 10 জন পায় তাহলে 40 জন মহিলা ও 10 জন ছেলেকেই নিয়োগ দিতে হবে।
অনুরুপ, বিপরীত হলেও তাই করতে হবে। এটাই হল যোগ্যতা ও মেধার সঠিক মূল্যায়ন।
👍সমান অধিকারে সংসদেও কোন নারী কোটা থাকবেনা! যোগ্যতায় যিনি নির্বাচিত হবেন তিনিই হবেন এমপি, কোন কোটার ভিত্তিতে নয়!?
ভাবুন এবার....😒😒
এমন হলে কি অবস্থা হবে ম্যাটামদের....!?
কয়জন মহিলা যোগ্যতায় MP হবে, ভার্সিটি,মেডিকেল ও জবে চান্স পাবে....??!!!
কিভাবে তারা রাস্তায় চলবে,বাসে উঠবে...?!
কিভাবে তারা সংসার চালাবে...?!
👍সমান অধিকার হলে প্রতিটি মেয়েকেই কোন কোন চাকুরী করতে হবে। কারণ, বেকার কোন মেয়েকে কেউই আর বিয়ে করবে না, সমান অধিকার বলে কথা...👌👌
একবার ভাবুন,সারা দেশে কয়জন মহিলা চাকুরী করে...?!
এমন আরো অসংখ্য বিষয় আছে,.......!!
তাহলে দেখা যাচ্ছে যে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই মেয়েদেরকে সমান অধীকার নয় বরং অগ্রাধিকার দিতে হবে।
তা না হলে, তারা প্রতিটি ক্ষেত্রেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক কথায় তারা চলতেই পারবে না।
তাহল, কি জন্য, কি কারণে, কার কথায় মেয়েরা নারীদের সমান অধিকার নিয়ে চেঁচামেচি করছে...?!
এটা যে তারা না বুঝে করছে, সেটা বোঝাই যায়।
তো দেখা যাচ্ছে যে, শুধুমাত্র একটি বিষয়ের জন্যই তারা সমান অধিকারের নামে চেঁচামেচি করছে, আর সেটা হচ্ছে বাবার সম্পদে নারীদের সমান অধীকার!!
হে নারীবাদীরা...!?
👏যেহেতু আপনারা সম্পদে সমান অধিকার চাচ্ছেন তাহলে অন্য সকল বিষয়ে কেন অগ্রাধিকার ভোগ করবেন বা করছেন?!
এটা তো ওই হিংসুটে মহিলার মত হয়ে গেল, "মেয়ে সুখে থাকলে আলহামদুলিল্লাহ আর ছেলের বউ সুখে থাকলে নাউজুবিল্লাহ"...!!?
★★এবার আসুন মহিলাদের মানষিকতার একটু
পোস্ট মর্টেম করি....!!?
কিছুদিন আগে একটা সার্ভেতে দেখলাম More than 80% ডিভোর্সের মূলে রয়েছে, কর্মজীবী মহিলারা....!! আপনি শতকরা ৫% মহিলাও খুজে পাবেন্না যারা তার কম যোগ্যতার কোন ছেলেকে বিয়ে করেছে...!??!?
অথচ,প্রায় প্রতিটা ছেলেই তার চেয়ে কম যোগ্যতার মেয়েকে বিয়ে করে।।
দেখবেন, ৮০% পুরুষই বেকার মহিলাদের বিয়ে করে খাওয়ানো সহ সকল প্রকার ভরন পোষন করেছে ও করছে,কখনো খোটা পর্যন্ত দেয় না....
[এমনকি, পুরুষগণ স্রীদের লাগামহীন চাহিদার কারনেই সুদ,ঘুষ সহ প্রায় সব ধরনের ক্রাইম করে....]
অন্যদিকে,মহিলারা এমন সেক্রিাফাইস কখনো করবে.....?!
মোটেও না, একটু ভেবে দেখুন....!
স্রীর চেয়ে ছোট জব করা পুরুষদের অবস্থা....?!
কি পরিমান মানষিক যন্ত্রণার মধ্যে আছে তারা.....!!?
বেকারদের অবস্থা নাই বা বল্লাম...!?
শুধু তাই নয়....!
ঐ সার্ভেতে আরো বলা আছে যে, More than 90% বিবাহ পূর্ব গভীর(!!) প্রেমের ইতি ঘটেছে মেয়েটির ভালো জব পাওয়া বা ভালো কোথায়ও চান্স পাওয়া....!!!😷
আর,প্রতিটা গভীর ও মিলনাত্মক প্রমের পিছনেই আছে ছেলেটির প্রতিস্ঠিত হওয়া বা ভালো কোন জব পাওয়া...!!?✌
★পুনশ্চ বলতেই হয় যে, তসলিমা নাসরিন ও মুন্নি সাহাদের মত সংসার বঞ্চিত রাস্তার মহিলাদের কথায় যে সকল মা-বোনেরা না বুঝেই চেঁচামেচি করছেন তারা একটু ভেবে দেখুন, ওই তসলিমা নাসরিনরা সারা জীবন অধিকারের আন্দোলন করে কি পেয়েছে?!
কিছুই পাইনি বরং তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে।
স্বামী,সন্তান আর পারিবারিক ভালোবাসার কিছুই তারা পায়নি। একারণেই তারা লেজ কাটা শেয়ালের মতো সকল মেয়েকেই লেজ কাটার জন্য উপদেশ দিচ্ছে!!
সো,ভাবতে হবে আরো গভীর ভাবে।😖😖
ফাইনালি বলতে চাই যে, সমানাধিকারের যে বিষয়টি নিয়ে আপনারা চেঁচামেচি করছেন সেটা একান্তই পারিবারিক বিষয় আর পারিবারিক বিষয়টা সম্পূর্ণ ভালবাসার উপর নির্ভর করে। এটা আইনের উর্ধে।
অনেক সময় দেখা যায় যে, ভালবাসার কারণে, পারিবারিক সম্পর্কের কারণে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি পেয়ে থাকে, আর সেটাই স্বাভাবিক।
সো, সমান অধিকারের আন্দোলন ও চেঁচামেচি না করে ইসলামে দেয়া নারীদের অগ্রধীকারের বিষয় গুলো জানুন এবং নিজেকে একজন আদর্শ মেয়ে হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে ও একজনের স্ত্রী হিসেবে গড়ে তুলুন, তাহলে না চেয়েও অধিকারের বাহিরেও এমন কিছু পাবেন যেটা আপনার কল্পনাতেও ধরবে না।
যদি না চান তাহলে তসলিমা নাসরিনের মতোই জঘন্য জীবনের জন্য প্রস্তুত থাকুন।।
#CollectedByFacebook