Sunday, June 9, 2019

নীল কষ্ট By তুহিন

নীল আকাশ আজ কষ্টের কালো চাদরে আবৃত।  আমরা দেখি আকাশে মেঘ জমেছে!  আমরা দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আসলে এটি হচ্ছে আকাশের কষ্টের আগ্নেয়গিরির ভলকানোর দৃশ্য। আকাশের বজ্রপাতের আওয়াজ আমরা সবাই শুনি, এটি হচ্ছে আকাশের আর্তনাদের চিৎকার। এসব আমরা অনুভব করতে পারিনা। (আফসোস)  অবশেষে কষ্ট সইতে না পেরে সুন্দর নীল আকাশ কাঁদছে কিন্তু আমরা দেখি বৃষ্টি হচ্ছে।
এটাই কি আমাদের মানষিক পার্থক্য।?? কেউ কারো কষ্ট বুঝিনা।

বৃষ্টিকে হঠাৎ অনুভব করার চেষ্টা করলাম। জানিনা কেন? শুধু বলবো ভালো থেকো প্রিয়।  ভালোবাসা তোমার জন্য আমার শেষ নিঃশ্বাস অবধি। #F

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...