তোকে চাই, তোর মতন করে একদম একা,
কোন রঙ মেখে নয়, নতুন বেনারসির ভাঁজে ভাঁজে নয়,
এলোচুলে আলুথালু বেশে, শিশিরের জলে সদ্য স্নাত, ঠোঁটে মাখা স্নিগ্ধ হাসি নিয়ে
নির্জনে নিভৃতে একাকী, টিমটিমে প্রদীপের আলোর রেখায়, একদম একা,
চেনা মানুষের ভীড় ঠেলে লুকিয়ে চুপিচুপি চলে আসিস,
হাসি মেখে নয়, ফুঁপিয়ে কাঁদিস বুকে মুখ লুকিয়ে,
ধুয়ে দিস কাজল, হোক না চোখ ফুলে একটু লাল,
তোর বুকের তুষের আগুনে নিজেকে পুড়িয়ে নেব,
হাতে হাত রেখে, আঙ্গুলের উষ্ণতা মেখে ভুলে যাস গরল ক্ষণিকের তরে,
ঘাটে ঘাটে খুঁজতে গিয়ে, তোর খেয়া নদীর বাঁকে হারিয়ে গেছে,
আর ঘাট নয়, চল, দামামার তালে ভাসাই রণতরী,
তুই তোল পাল, তোর ঝঞ্ঝায় হব কান্ডারি,
ওই তরী খোলে, টিমটিমে প্রদীপের আলোয় শুধু তোকে চাই, একদম একা।। F
কোন রঙ মেখে নয়, নতুন বেনারসির ভাঁজে ভাঁজে নয়,
এলোচুলে আলুথালু বেশে, শিশিরের জলে সদ্য স্নাত, ঠোঁটে মাখা স্নিগ্ধ হাসি নিয়ে
নির্জনে নিভৃতে একাকী, টিমটিমে প্রদীপের আলোর রেখায়, একদম একা,
চেনা মানুষের ভীড় ঠেলে লুকিয়ে চুপিচুপি চলে আসিস,
হাসি মেখে নয়, ফুঁপিয়ে কাঁদিস বুকে মুখ লুকিয়ে,
ধুয়ে দিস কাজল, হোক না চোখ ফুলে একটু লাল,
তোর বুকের তুষের আগুনে নিজেকে পুড়িয়ে নেব,
হাতে হাত রেখে, আঙ্গুলের উষ্ণতা মেখে ভুলে যাস গরল ক্ষণিকের তরে,
ঘাটে ঘাটে খুঁজতে গিয়ে, তোর খেয়া নদীর বাঁকে হারিয়ে গেছে,
আর ঘাট নয়, চল, দামামার তালে ভাসাই রণতরী,
তুই তোল পাল, তোর ঝঞ্ঝায় হব কান্ডারি,
ওই তরী খোলে, টিমটিমে প্রদীপের আলোয় শুধু তোকে চাই, একদম একা।। F
No comments:
Post a Comment