Sunday, April 2, 2017

কিছু নীল কষ্ট


কিছু নীল কষ্ট

- সালমান মাহফুজ


যেদিন এ হৃদয়ের পাশে সুবর্ণ আলো ছড়িয়ে

হেসে উঠেছিলে তুমি প্রভাতী সূর্যের মত -

জীবনের পাতা থেকে এক নিমেষেই

মুছে গেল সব কষ্টের কালিমা;

শিশিরসিক্ত সবুজ ঘাসে

ঘমিয়ে থাকা প্রজাপতির মত

একটি ঘুমন্ত স্বপ্ন জাগতে চাইল

তোমার নরম স্পর্শে- অনেক বছর আগে

যে ঘুমিয়ে পড়েছিল কাক-ডাকা পড়ন্ত বিকেলে ।


আজ হৃদয়ের পাশে খেলা করে কিছু নীল কষ্ট,

মাঝে মাঝে অশ্রু হয়ে তারা নেমে আসে ঠোঁটে-

পেতে চায় ভেতরের রসনার স্পর্শ ;

আমি হাত দিয়ে মুছে ফেলি সেই অশ্রু,

কেননা, তোমার ভালোবাসা

আমায় কষ্টকে লালন করতে শিখায় নি ,

শিখিয়েছে - কীভাবে কষ্টকে জয় করা যায়।

For HUAWEI Watch Pro GPS NFC Smart Watch Men 360*360 AMOLED Screen Heart rate Bluetooth Call IP68 Waterproof Man Smartwatch 2025

  Specifications Hign-concerned Chemical None Battery Life 3Day Voice assistant built-in YES Bluetooth-compatible Version 5.3 Metrics measur...