Tuesday, June 20, 2017

তোমার জন্য শুভ কামনা #F



এই লেখাটি যখন লিখছি, তখন পৃথিবীর সবচেয়ে নি:স্ব মানুষদের একজন আমি, সব হারিয়ে রিক্ত হাতে আমি আজ শুধুই অতীতের কথা বলছি।


অতীত ???


আসলেই,

আমি আজ অতীত,

আমার জীবনের ৩টি বছর আজ অতীত

আমার সব স্বপ্নগুলো আজ অতীত

আমার সব ভালবাসা আজ অতীত।


আসলে আমি নিজেই হয়ে গেছি তার জন্য অতীত।

তার স্বপ্নের কাছে আমি অতীত।

আমার সব সত্ত্বা আজ অতীত।


শুধু পারছি না তাকে অতীত করতে। হয়ত একসময় পারব। কিন্তু ততদিনে আমার অস্বিত্বটাই অতীত হয়ে যাবে।


তারপরও তোমার জন্য শুভ কামনা।

তোমার সব স্বপ্ন পূরন হোক।

তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হও।

অনেক সাফল্য অর্জন করো।

আমার থেকে ঢের গুন ভালো মানুষ তুমি পাবে। একদম রাজপুত্রের মত, তোমার জন্য যোগ্য, যে হবে তোমার বাবা মার মন্যমনি।


তবুও একটা কথা মনে রেখ, তুমি জীবনে সব পেলেও, হয়ত এমন কাউকে পাবে না, যে তার স্বপ্ন বিসর্জন দিয়ে তোমাকে আগলে রাখবে।


ভালো থেকো।

শুভ কামনা #F

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...