আমি ক্লান্ত হয়ে তখনই তোমার বুকে আশ্রয়
চাইলাম, যখন নিদারুন আঘাতে তোমার বুকের
প্রতিটি প্রবেশদ্বার রুদ্ধ করে দিয়েছি! ঐ
কাজল টানা চোখে অশ্রুর হাসি এনে বললে- ঐ
তো সাঁঝের পাখিরা আমায় ডেকে চলেছে, আমায়
যে ফিরতে হবে!
তুমি চলে গেলে,
আস্তে আস্তে মিশে গেলে আধারের মাজে......!
ক্লান্ত চোখ অশ্রুভারে চোখের
পাতা মিশিয়ে দিল। নিজেকে ফিরে পাই-
দেখি কোথাও কেও নেই! আধারের
মাঝে একা দারিয়ে!
"বন্ধু গো যেয়ো ভুলে-
প্রভাতে হবে যে বসি, সন্ধায় রেখনা সে ফুল
তুলে"
চাইলাম, যখন নিদারুন আঘাতে তোমার বুকের
প্রতিটি প্রবেশদ্বার রুদ্ধ করে দিয়েছি! ঐ
কাজল টানা চোখে অশ্রুর হাসি এনে বললে- ঐ
তো সাঁঝের পাখিরা আমায় ডেকে চলেছে, আমায়
যে ফিরতে হবে!
তুমি চলে গেলে,
আস্তে আস্তে মিশে গেলে আধারের মাজে......!
ক্লান্ত চোখ অশ্রুভারে চোখের
পাতা মিশিয়ে দিল। নিজেকে ফিরে পাই-
দেখি কোথাও কেও নেই! আধারের
মাঝে একা দারিয়ে!
"বন্ধু গো যেয়ো ভুলে-
প্রভাতে হবে যে বসি, সন্ধায় রেখনা সে ফুল
তুলে"